• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জাপানের কাছে ৮-০ গোলে হারলো বাংলাদেশ

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:৪৪
স্পোর্টস ডেস্ক

বড় হার দিয়েই এশিয়ান গেমসে নারী ফুটবলে অভিষেক হলো বাংলাদেশের। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ওয়েংজু অলিম্পিক স্পোর্টস স্টেডিয়ামে জাপানের কাছে বাংলাদেশ হেরেছে ৮-০ গোলে।

জাপানের কাছে হারানোর কিছুই নেই বাংলাদেশের। চীন যাওয়ার আগে দলের কোচ সাইফুল বারী টিটু ও অধিনায়ক সাবিনা খাতুনও তা বলেছিলেন। বাংলাদেশের লক্ষ্য ছিলো জাপানের কাছে যতো কম গোল খাওয়া যায়। সেই কম গোলের সংখ্যাটা শেষ পর্যন্ত হয়েছে ৮। দুই হালি গোল খেলেও হতাশার কিছু নেই। জাপান যে বিশ্বের ৮ নম্বর দল। বাংলাদেশের অবস্থান সেখানে ১৪২ নম্বরে।

ষষ্ঠ মিনিটে রেমিনা চিবাকে দিয়ে গোলের যে সূচনা করে জাপান, প্রথমার্ধের ইনজুরি সময়ে সেটিকে ৪-০ তে নিয়ে যান ইয়ুঝু শিকোওশি। মাঝের দুই গোলের একটি রেমিনার, অন্যটি মমোকো তানিকাওয়ার।

দ্বিতীয়ার্ধে জাপান গোল করেছে ৪৯, ৫৮, ৮০ ও ৮৫ মিনিটে। জাপানের জোড়া গোল করেছেন রেমিনা চিবা, মমোকো তানিকাওয়া ও কোতোনো সাকাকিবারা। একটি করে গোল তানিকাবা ও শিওকোশির।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২৫ সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে এবং শেষ ম্যাচ নেপালের বিপক্ষে ২৮ সেপ্টেম্বর।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলাদেশ,জাপান,গোল,এশিয়ান গেমস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close