• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আল হিলালে সতীর্থ হিসেবে কাদের পাচ্ছেন নেইমার!

প্রকাশ:  ১৪ আগস্ট ২০২৩, ১১:০৫
নিজস্ব প্রতিবেদক

বেশ কিছুদিন ধরেই ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে নিয়ে আলোচনা চলছে ফুটবল বিশ্বে। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে ফিরবেন ব্রাজিলের পোস্টার বয়, এমন খবরই শোনা যাচ্ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। তবে ফরাসি গণমাধ্যম লেকিপ জানায়, আল-হিলালের সাথে দুই বছরের চুক্তিতে রাজি হয়েছেন নেইমার। ১৬০ মিলিয়ন ইউরোতে সৌদি ক্লাবে যোগ দিচ্ছেন নেইমার।

ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমেনো জানান, নেইমার সৌদি ক্লাব আল হিলালের সাথে চুক্তিবদ্ধ হতেই অগ্রসর হচ্ছেন। সৌদি ক্লাবে যোগ দেওয়ার খুবই কাছে রয়েছেন তিনি। চুক্তিটি সম্পন্ন করার লক্ষ্যে দুই পক্ষের মধ্যেই চলছে আলোচনা।

সৌদি লিগে দল হিসেবে বেশ শক্তিশালী আল হিলাল। গত মৌসুমে ৩০ ম্যাচে ১৭ জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে ছিল ক্লাবটি। শনিবার (১২ আগস্ট) আরব ক্লাব কাপে আল নাসরের কাছে পরাজিত হয়ে শিরোপার হাতছাড়া করে আল হিলাল।

নতুন মৌসুমের জন্যও বেশ শক্তিশালী দল গড়েছে আল হিলাল। দলটির মূল গোলরক্ষক হিসেবে রয়েছে সৌদি আরবের মোহাম্মদ আল ওয়াইস। ক্লাবটির রক্ষণভাগের মূল দায়িত্বে রয়েছে- সৌদ আব্দুল হামিদ (সৌদি আরব), কালিদু কুলিবালি (সেনেগাল), আলি আল বুলিয়াহে (সৌদি আরব),ও ইয়াসির আল শাহরানী (সৌদি আরব)।

আল হিলালের মধ্যমাঠে বড় নাম হিসেবে রয়েছে- মোহাম্মেদ কান্নো (সৌদি আরব), সার্জেজ মিলিনকোভিচ-সাভিক (সার্বিয়া/স্পেন), রুভেন নেভেস (পর্তুগাল)। উইঙ্গার হিসেবে রয়েছে ব্রাজিলের মাইকেল ও সৌদি আরবের সালেম আল-দোসারি। দলটির মূল ফরোয়ার্ড হিসেবে রয়েছে ব্রাজিলের খেলোয়ার ম্যালকম।

ফুটবল,নেইমার,আল হিলাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close