• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দুই ইনিংসে শান্তর সেঞ্চুরি

প্রকাশ:  ১৬ জুন ২০২৩, ১২:০২
স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে চলমান ঢাকা টেস্টে টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেলেন বাংলাদেশি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় বাংলাদেশি ব্যাট্যার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি। দশ বছর আগে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল, এবার করলেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসেও সেঞ্চুরি পেয়েছিলেন তিনি।

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল। তখন তিনি ১৭৬ ও ১০৫ রান করেন। মুমিনুলের পাঁচ বছর পর এবার আফগানদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৬ রান করেন শান্ত। ১১৫ বল খেলে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি ছুয়েছেন তিনি।

এর আগে জাকিরের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন শান্ত। আফগানিস্তানের বোলাররা অনেকটা দিশেহারা হয়ে পড়েছিলেন, রানও আসছিল ওয়ানডে গতিতে। সফরকারী বোলাররা না পারলেও নিজেদের ভুলে উইকেট দিয়ে আসে বাংলাদেশ। তৃতীয় রানের জন্য ছুটতে গিয়ে হয় রান আউট।

হাশমতউল্লাহ শাহিদির অফ স্টাম্পের বাইরের বল জাকিরের ব্যাটের বাইরের কানায় লেগে ডিপ থার্ড ম্যান অঞ্চলে যায়। প্রথম দুই রান অনায়াসে নেওয়ার পর তৃতীয় রানের জন্য দৌড় শুরু করেন শান্ত-জাকির। ডাক দেওয়া জাকিরই পড়ের ইব্রাহিম জাদরানের থ্রো ধরে আফসার জাজাই স্টাম্পিং করলে আউট হন। ১৭৩ রানের জুটি ভেঙে যায় তাতে। ৯৫ বলে ৮ চারে ৭১ রান করেন জাকির।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সেঞ্চুরি,ইনিংস,বাংলাদেশি,বাংলাদেশ,আফগানিস্তান,টেস্ট,নাজমুল হোসেন শান্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close