• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ উইকেটের জয় উইন্ডিজের

প্রকাশ:  ২৫ মার্চ ২০২৩, ২৩:৩৭
স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরিয়নে বৃষ্টি বিঘ্নিত টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০’তে এগিয়ে গেছে ক্যারিবীয়রা।

শনিবার (২৫ মার্চ) ১১ ওভারের ম্যাচে ডেভিড মিলারের ঝড়ে ৮ উইকেটে ১৩১ রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা। জবাবে অধিনায়ক রাভম্যান পাওয়েলের ক্যাপ্টেন্স নকে ৭ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারিরা।

এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় উইন্ডিজ। ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ডি ককের উইকেট হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। ২য় ওভারে রাইলি রুশো আউট হলেও রানের গতি ছিলো ঝড়ো। প্রোটিয়াদের সকল ব্যাটারই রান তোলেন দেড়শ স্ট্রাইক রেটে।

দলীয় ৪০ রানে মার্করাম আউট হলে ক্রিজে আসেন মিলার। রিজা হ্যান্ড্রিক্সের ১২ বলে ২১ রানের সাথে ‘কিলার’ মিলারের ২২ বলে ঝড়ো ৪৮ রানে বড় সংগ্রহের ভিত পায় দক্ষিণ আফ্রিকা।

শেষ দিকে সিসান্দা মাগালার ৫ বলে ১৮ রানের ক্যামিওতে ১১ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩১ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

ক্যারিবিয়দের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন ওডিন স্মিথ আর শেলডন কটরেল।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১৭ রান আসে বেন্ডব কিংয়ের ব্যাটে, যদিও কাইল মায়ার্সের উইকেট হারায় সেই ওভারেই। পরের ওভারেও আসে ১৭ রান, এবার কিংয়ের সাথে যোগ দেন জনসন চার্লস। তৃতীয় ওভারে প্রথম বলেই কিং ফিরে গেলেও সেই ওভারে আসে ১২ রান। সব মিলিয়ে প্রথম ৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে আসে ৮৪ রান।

পরের গল্পটা শুধুই রভম্যান পাওয়েলের, ব্যাট হাতে বিধ্বংস রূপে দেখা মেলে তার। অষ্টম ওভারে ফরচুনের এক ওভারে তিন ছক্কা আর এক বাউন্ডারিতে যোগ করেন ২৫ রান। যদিও পরের ২ ওভারে মাত্র ১২ রানে ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা, জোড়া উইকেট শিকার করেন মাগালা৷ হ্যাট্রিকও হয়ে যায় যায় করেও হয়নি, রিভিউ নিয়ে বেঁচে যান রোস্টন চেজ৷

তবে রভম্যান পাওয়েলকে থামাতে পারেনি আফ্রিকান বোলাররা, ৩ বল থাকতেই ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। অপরাজিত থাকেন ১ চার ৫ ছক্কায় ১৮ বলে ৪৩ রানে। ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ৩ উইকেটে।

প্রোটিয়াদের হয়ে ২১ রানে ৩ উইকেট নেন মাগালা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

উইন্ডিজ,জয়,উইকেট,শ্বাসরুদ্ধকর,ম্যাচ,দক্ষিণ আফ্রিকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close