• রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১
  • ||

এটাই আমাদের সর্বোচ্চ, এটাই সত্য: এমবাপ্পে

প্রকাশ:  ০৯ মার্চ ২০২৩, ১২:২১
স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএসজি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরেছে কিলিয়ান এমবাপ্পে-লিওনেল মেসির দল। ওই হারের পর ফ্রান্সম্যান এমবাপ্পে জানিয়েছেন, তারা হতাশ। তবে স্বীকারও করেছেন, তারা যেটা খেলেছেন ওটাই তাদের সর্বোচ্চ।।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেছেন, ‘বায়ার্ন অসাধারণ এক ক্লাব, অসাধারণ তাদের স্কোয়াড। তারা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য দল প্রস্তুত করেছে। মৌসুমের শুরুতে আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম, আমরা সেরাটা দিয়ে চেষ্টা করবো। এটাই আমাদের সর্বোচ্চ। এটাই সত্য। এখন আমাদের লিগ ওয়ান নিয়ে ভাবতে হবে।’

চলতি মৌসুম শুরুর আগে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা ছিল। দুই পক্ষ চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছে গিয়েছিল। কিন্তু প্রস্তাব পায়ে ঠেলে শেষ পর্যন্ত প্যারিসে থেকে গেছেন তিনি। স্বপ্ন ছিল পিএসজি’র হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এবং ইতিহাস গড়া।

ইউরোপ সেরার লড়াইয়ে শেষ ষোলোয় বিদায় নেওয়ায় এমবাপ্পে তাই ক্লাব ছাড়ার প্রশ্নের মুখোমুখি হয়েছেন। জবাবে তিনি বলেছেন, ‘না না, এখন আমি শান্ত আছি। এখন আমার কেবল লিগ ওয়ান জেতায় মনোযোগ। এরপর দেখবো কী হয়। এই মুহূর্তে কেবল চলতি মৌসুম নিয়েই কথা বলতে পারি। এর বাইরে বলার মতো কিছু নেই।’

চলতি বছর শুরু হতেই পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়েরের চাকরি সুতোয় ঝুলে গেছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, কাপ দে ফ্রান্স থেকে বিদায়। লিগ ওয়ান টেবিলে শীর্ষে থাকলেও পিএসজি সেখানেও হারের স্বাদ পেয়েছে। তবে গালতিয়ের মনে করেন, এখনই তার চাকরির সুতোয় টান দেওয়া একটু দ্রুত হয়ে যাবে।

গালতিয়ের বলেছেন, ‘এটা হতাশার। কিন্তু এটা আমাদের মেনে নিতে হবে এবং হতাশা কাটিয়ে উঠতে হবে। প্রথমার্ধে আমরা ভালো খেলেছি। কিন্তু সুযোগ নিতে পারিনি। বায়ার্নের দিক থেকে চাপ ছিল, কিন্তু প্রথম গোলটা খুবই দৃষ্টিকটু ছিল। এই পরাজয় আমাদের হজম করে নিতে হবে। আমার ভবিষ্যত কথা বলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।’

এমবাপ্পে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close