• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৮
স্পোর্টস ডেস্ক

বাম কনুইয়ে চিড় ধরায় ভারতের বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার। তার পরিবর্তে পরবর্তী চারদিনের জন্য দলে নেওয়া হয়েছে ম্যাট রেন’শকে। মূলত কনকাসন সাব হিসেবে নেওয়া হয়েছে রেন’শকে।

দিল্লিতে দ্বিতীয় টেস্টে ব্যাট করার সময় মোহাম্মদ সিরাজের বল হাতে লেগে মাথায় লেগেছিলো ওয়ার্নারের। তখনই ওয়ার্নারের পরিকর্তে কনকাশন হিসেবে রেনশকে মাঠে নামানো হয়েছিলো। প্রথমে মনে করা হয়েছিলো হাতের চোট খুব বড় নয়; কিন্তু পরে দেখা গেলো, হাড়ে চোট রয়েছে তার। প্রাথমিক পরীক্ষায় ফ্রাকশ্চার ধরা পড়েছে। যা সারতে সময় লাগবে।

সোমবার রাতেও ওয়ার্নার ভারতে থেকে যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন এবং বলেছিলেন, চেষ্টা করবেন তৃতীয় টেস্ট খেলবেন। কিন্তু পরবর্তী টেস্টে ফ্র্যাকশ্চার ধরা পড়ার পর আর তাকে ভারতে রাখা গেলো না। পাঠাতে হচ্ছে সিডনিতে।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানায়, ভারত সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়ার্নার। সে বাড়ি ফিরে যাবে।

চলমান টেস্টে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি ওয়ার্নার। ২ টেস্টের ৩ ইনিংসে ২৬ রান করেছেন ওয়ার্নার। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। এর আগে ইনজুরির কারণে ভারত সফর থেকে নাম প্রত্যাহার করে নেন পেসার জশ হ্যাজেলউড।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ডেভিড ওয়ার্নার,ওপেনার,প্রত্যাহার,সিরিজ,টেস্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close