• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পেলে চিরন্তন, তার জাদু চিরকাল থাকবে: নেইমার

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০২২, ১০:০০
স্পোর্টস ডেস্ক

না ফেরার দেশে পাড়ি জমালেন ফুটবলের রাজা পেলে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে মারা গেলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।

মহানায়কের বিদায়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, পেলের ছোঁয়া পেয়েই ফুটবল এতোটা সুন্দর হয়ে উঠেছে।

“পেলের আগে, ‘১০’ নম্বর ছিলো শুধুই একটা সংখ্যা। কোথাও আমি এটা পড়েছিলাম, জীবনের কোনো এক সময়ে। তবে কথাটা সুন্দর, পরিপুর্ণ। আমি বলবো, পেলের আগে ফুটবল ছিলো কেবলই একটা খেলা। পেলে সবকিছু পাল্টে দিয়েছেন।”

“তিনি ফুটবলকে শিল্পে রূপান্তর করেছেন, বিনোদনে পরিণত করেছেন। তিনি গরীবদের জন্য আওয়াজ দিয়েছেন, কালোদের এবং বিশেষ করে: এটা ব্রাজিলকে দৃশ্যমান করে তুলেছে। রাজার কল্যাণেই ফুটবল আর ব্রাজিল নিজের মানকে উন্নীত করেছে! তিনি চলে গেছেন, কিন্তু তার জাদু চিরকাল থাকবে। পেলে চিরন্তন।”

ব্রাজিলের বর্তমান অধিনায়ক চিয়াগো সিলভা ইন্সটাগ্রামে ছোট্ট কথায় দিয়েছেন শ্রদ্ধাঞ্জলি।

“শান্তিতে ঘুমান রেই (রাজা), তার পরিবারের প্রতি ঈশ্বর মঙ্গল করুন।”

পূর্বপশ্চিমবিডি/এসএম

নেইমার জুনিয়র,পেলে,ফুটবল,রাজা,জাদু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close