• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশ:  ২০ ডিসেম্বর ২০২২, ১৭:১৩
নিজস্ব প্রতিবেদক

ফিফা বিশ্বকাপ ২০২২ জয় উপলক্ষে আর্জেন্টিনার প্রেসিডেন্ট এইচ. ই আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ ও দেশটির সকল নাগরিককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বাংলাদেশে আর্জেন্টিনার কূটনৈতিক মিশন খোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সরকারপ্রধান।

সম্পর্কিত খবর

    সোমবার (১৯ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    প্রধানমন্ত্রী স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিফা বিশ্বকাপ ২০২২ এ আর্জেন্টিনা দলের বর্ণাঢ্য বিজয়ের জন্য বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আমি আপনাকে এবং আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

    প্রধানমন্ত্রী বলেন, আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি, ফুটবলের প্রতি, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল টিমের প্রতি স্নেহ এবং ভালবাসা আমাদের দু’দেশের মানুষকে গভীরভাবে সংযুক্ত করেছে। বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয় উপলক্ষে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে আপনার দেশের জাতীয় ফুটবল দলের প্রতি গভীর ভালবাসার পরিচয় দিয়েছে।

    প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দুই দেশের জনগণের এই অভূতপূর্ব ভালবাসা ও স্নেহ আমাদের দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পথ প্রশস্ত করেছে। আগামীতে দু’দেশের রাজধানীতে দূতাবাস চালুর মধ্য দিয়ে এই সম্পর্ক আরও সুসংহত ও দৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close