• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

হ্যাটট্রিকে মেসিকে ছাড়িয়ে গোল্ডেন বুট এমবাপ্পের

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১০:২৯
স্পোর্টস ডেস্ক

ফাইনালে দারুণ এক হ্যাটট্রিকে লিওনেল মেসিকে পেছনে ফেলে শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন কিলিয়ান এমবাপ্পে। এতে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার সুযোগ হারালেও আসরে সর্বোচ্চ ৮ গোল করে আসর রাঙিয়ে রেখেছেন ২৩ বছর বয়সী এমবাপ্পে। জিতেছেন এই বিশ্বকাপের গোল্ডেন বুট।

মেসি এবং এমবাপ্পে দু’জনই বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিলেন ৫টি করে গোল নিয়ে। ম্যাচের ২৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। সে সঙ্গে নিজের গোলও বাড়িয়ে নেন ৬টিতে। দ্বিতীয়ার্ধে এসে এক মিনিটেরও কম ব্যবধানে জোড়া গোল করে বসেন এমবাপে। একটি পেনাল্টি থেকে। অন্যটি করেন দুর্দান্ত এক প্লেসিং শটে।

সে সঙ্গে এমবাপ্পের গোল হয়ে যায় ৭টি। মেসির ৬টি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এই অর্ধে এসে লিওনেল মেসি এক দুর্দান্ত গোল করেন। সমান হয়ে যায় দু’জনের গোল। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় অংশে আবারো পেনাল্টি পেয়ে যায় ফ্রান্স। শট নেন এমবাপে। গোল। হ্যাটট্রিক। সে সঙ্গে তার গোল হয়ে যায় ৮টি।

বিশ্বকাপে ১৯৮২ সাল থেকে আসরের সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন শু দেওয়া শুরু হয়েছিলো। ২০১০ সালে এই পুরস্কারের নাম বদলে দাঁড়ায় গোল্ডেন বুট।

১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড গড়েন ফ্রান্সের জুস্ত ফঁতেন। তার বাইরে এক আসরে ১০ বা এর বেশি গোল করেন কেবল হাঙ্গেরির সান্দর কোচিশ ও জার্মানির জার্ড মুলার।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কাতার বিশ্বকাপ,ফাইনাল,গোল্ডেন বুট,কিলিয়ান এমবাপ্পে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close