• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শান্তর পর জাকিরের ফিফটি, লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

প্রকাশ:  ১৭ ডিসেম্বর ২০২২, ১১:৫৬
স্পোর্টস ডেস্ক

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান। ফিফটি করেছেন দুজনই। ক্যারিয়ারের প্রথম টেস্টে ফিফটি করা জাকির অপরাজিত আছেন ৫৫ রানে। শান্ত ব্যাটিং করছেন ৬৪ রান নিয়ে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার (১৭ ডিসেম্বর) টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতি অবধি ৪২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১৯ রান করেছে বাংলাদেশ।

স্বাগতিকরা এর আগে প্রথম ইনিংসে ভারতের ৪০৪ রানের জবাবে বাংলাদেশ ১৫০ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

আগের দিনের শেষ বিকেলে বিনা উইকেটে বাংলাদেশকে ৪২ রান এনে দিয়েছিলেন শান্ত-জাকির। ভারতের বিপক্ষে টেস্টে দেশের হয়ে উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়েছেন তারা। চতুর্থ দিন উদ্বোধনী জুটিটি ৫৮ রানে পৌঁছানোর পরই এ রেকর্ড হয়ে গেছে। এখন পর্যন্ত তারা ৩১ ওভার খেলে অবিচ্ছিন্ন আছেন ৮৯ রানে। শান্ত ৫১ আর জাকির ৩৮ রান নিয়ে ব্যাট করছেন।

সামনে বিশ্বরেকর্ড লক্ষ্য। চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৩ রানের। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ৪১৮ রানের। অর্থাৎ এই টেস্টে জিততে হলে বাংলাদেশকে বিশ্বরেকর্ড গড়তে হবে।

তৃতীয় দিনের শেষ বিকেলে উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আরো বড় বিপদে ফেলতে চেয়েছিল ভারত। তবে দুই ওপেনার নাজমুল হাসান শান্ত আর জাকির হাসান সেই সুযোগ দেননি।

তৃতীয় দিন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর পর ভারত ১২ ওভারে ব্যবহার করেছে পাঁচ বোলার। কিন্তু উইকেট ফেলতে পারেনি। বিনা উইকেটে ৪২ রান নিয়ে দিন শেষ করে টাইগাররা। শান্ত ২৭ আর জাকির ১৫ রানে অপরাজিত ছিলেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলাদেশ,লাঞ্চ বিরতি,ফিফটি,জাকির হাসান,নাজমুল হোসেন শান্ত,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close