• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন হ্যাজার্ড

প্রকাশ:  ০৭ ডিসেম্বর ২০২২, ১৭:১৯
স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন বেলজিয়াম ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে সমর্থকদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।

ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠেই নামা হয়নি হ্যাজার্ডের। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর একপ্রকার সাইডলাইনেই চলে যান এই বেলজিয়ান ফরোয়ার্ড।গত মৌসুমে ফিরলেও ছিলেন না নিয়মিত। তারপরও তাকে নিয়েই বিশ্বকাপে খেলতে গিয়েছিলো বেলজিয়াম। কিন্তু র‍্যাংকিংয়ের এক নম্বর দল হয়েও গ্রুপ পর্বই পেরোতে পারেনি তারা।

ইনস্টাগ্রামে হ্যাজার্ড লিখেছেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ ২০০৮ সাল থেকে যে আনন্দ আপনারা আমার সঙ্গে ভাগ করে নিয়েছেন, তার জন্যও। আমি আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানা সিদ্ধান্ত নিয়েছি। উত্তরসূরিরা প্রস্তুত। আমি আপনাদের মিস করবো।

বেলজিয়ামের জার্সিতে ১২৬ ম্যাচে মাঠে নেমেছিলেন হ্যাজার্ড। করেছিলেন ৩৩ গোল। তাকে ঘিরে গত রাশিয়া বিশ্বকাপেও শিরোপা জেতার স্বপ্ন দেখেছিলো বেলজিয়ানরা। কিন্তু চার বছরের ব্যবধানে পুরো দৃশ্যপট বদলে গেছে। বদলে গেছেন হ্যাজার্ডও। তার চেলসির সেই দুর্দান্ত হ্যাজার্ড রিয়ালে পাড়ি জমানোর পর থেকে ইনজুরির সঙ্গে লড়াই করছেন।

এখন শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদও তাকে আর রাখতে চায় না। আগামী জানুয়ারিতেই হয়তো নতুন ঠিকানায় পাড়ি জমাবেন তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ইডেন হ্যাজার্ড,ফরোয়ার্ড,বেলজিয়াম,ফুটবল,বিদায়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close