• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হারের পর দায়িত্ব ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ

প্রকাশ:  ০৬ ডিসেম্বর ২০২২, ১৩:১০
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে দুর্দান্ত খেলে ফুটবল বিশ্বের মন জিতে নিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেই পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্টো।

চলতি বিশ্বকাপের গ্রুপ লিগে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে দক্ষিণ কোরিয়া। সুয়ারেজদের আটকে রাখার পরে ঘানার বিরুদ্ধে দুর্দান্ত লড়ে ২-৩ গোলে হার মানে তারা।

শেষে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তগালকে শেষ লিগ ম্যাচে ২-১ গোলে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় করিয়া। শেষে ব্রাজিলের কাছে ১-৪ গোলে হেরে শেষ ষোলোর হার্ডল থেকেই বিদায় নেয় তারা।

দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করে বেন্টো জানান, তিনি বেশ কিছুদিন আগেই পদত্যাগের বিষয়ে মনস্থির করে ফেলেছিলেন। কাতার বিশ্বকাপের পারফম্যান্স তার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কোচ,দক্ষিণ কোরিয়া,দায়িত্ব,বিশ্বকাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close