• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কাতার বিশ্বকাপ

টিকে থাকতে উরুগুয়ের বিপক্ষে লড়ছে পর্তুগাল

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০২২, ০১:০৫
স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে পর্তুগাল ও উরুগুয়ে। উরুগুয়েকে পরাজিত করতে পারলে এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্ব নিশ্চিত করতে পারবে ক্রিস্টিয়ানো রোনালদোরা। অন্যদিকে, বিশ্বকাপে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই সুয়ারেজ-কাভানিদের।

দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায়।

মুখোমুখি দেখায় পর্তুগালের থেকে খানিকটা এগিয়ে আছে উরুগুইয়ানরা। চতুর্থবারের লড়াইয়ের আগে তিন ম্যাচে একটি করে জয় তুলেছে দুদলই, বাকি ম্যাচটি হয়েছিল ড্র। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে রোনালদোদের থামিয়ে দিয়েছিল লাতিন আমেরিকার দলটি। বৈশ্বিক আসরে দ্বিতীয় দেখায় ফের্নান্দো সান্তোসের শিষ্যদের প্রতিশোধ তোলার ম্যাচও এটি।

অপরদিকে সুয়ারেজদের জন্য স্বস্থির খবর হলো, মাঠে নামার আগেই পর্তুগাল শিবিরে চোটের আশঙ্কা। গত ম্যাচের আগের দিন অনুশীলনের সময় পাঁজরের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার দানিলো পেরেরা।

এছাড়া শক্তি-সামর্থ্য ভিন্ন হলেও পর্তুগাল এ ম্যাচে খানিকটা শঙ্কায় থাকবে। লাতিন কোনো দেশের বিপক্ষে শেষ ৯ ম্যাচের মাত্র একটিতে জিতেছে ইউরোপিয়ান দলটি। সবশেষ ২০১৪ সালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। অন্যদিকে, লা-সেলেস্তেরা আছে দারুণ ছন্দে। ইউরোপিয়ান দলের বিপক্ষে শেষ ৫ ম্যাচের চারটিতেই জয় নিয়ে আছে তারা।

এদিকে ঘানাকে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপ যাত্রা শুরু করা পর্তুগাল ৩ পয়েন্ট তুলে আছে টেবিলের শীর্ষে। দক্ষিণ কোরিয়ায় আটকে যাওয়া উরুগুয়ের সংগ্রহ ১ পয়েন্ট। শেষ ষোলোর টিকিট কাটতে রাতে জয়ের বিকল্প নেই উরুগুয়ের। অন্যদিকে আজ রাত ১টায় লুসাইল আইকনিক স্ট্যাডিয়ামে জিতলেই গ্রুপের সবার আগে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে পর্তুগাল।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কাতার বিশ্বকাপ,পর্তুগাল,উরুগুয়ে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close