• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গোলশূন্য সমতায় বিরতিতে সুইজারল্যান্ড-ব্রাজিল

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০২২, ২২:৫৭
স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে লড়ছে নেইমারহীন ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই।

সোমবার (২৮ নভেম্বর) রাত ১০টায় কাতারের দোহায় অবস্থিত স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হয়েছে দুইদল।

চোটের কারণে দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ব্রাজিলকে। দলের আরেক তারকা দানিলোও চোটের কারণে এই ম্যাচে দলে নেই। দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল। দলে এসেছেন মিলিতাও এবং ফ্রেড।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। ম্যাচের ১২ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আগের ম্যাচে জোড়া গোল করা রিচার্লিসন। পাকেতার পাস থেকে ডি বক্সে বল পেয়েছিলেন রিচার্লিসন, পেছনে থাকা ভিনিসিয়াসের দিকে বল বাড়ালে তা ক্লিয়ার করে দেন সুইজারল্যান্ডের ডিফেন্ডার। পরের মিনিটেই ভিনিসিয়াসের পাস থেকে ডি বক্সে বল পেয়েছিলেন রিচার্লিসন তবে বলের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি।

ম্যাচের ২৭ মিনিটে ভিনিসিয়াসকে রুখে দেন সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান সোমার। রাফিনহার দারুণ ক্রস বক্সের ভেতর পেয়ে যান ভিনিসিয়াস। তবে তার শট দারুণ দক্ষতার সঙ্গে রুখে দেন সোমার। ৩১ মিনিটে রাফিনহার দূরপাল্লার শটও রুখে দেন সোমার। খেলার ধারার বিপরীতে বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি সুইজারল্যান্ড।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ব্রাজিল,সুইজারল্যান্ড,গোলশূন্য,সমতা,বিরতি,কাতার বিশ্বকাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close