• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মরক্কোর কাছে হেরেই গেলো বেলজিয়াম

প্রকাশ:  ২৭ নভেম্বর ২০২২, ২১:০৯ | আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ২১:৪৮
স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে ২-০ গোলে হেরে গেলো গতবারের সেমিফাইনালিস্ট বেলজিয়াম। ফেবারিট বিচারে কাতার বিশ্বকাপে এটি তৃতীয় অঘটন। এর আগে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে, জার্মানি জাপানের কাছে হেরে গিয়েছিলো।

রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশ সন্ধ্যা ৭টায় কাতারের আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয় বেলজিয়াম ও মরক্কো। হারলেও এখনো দ্বিতীয় রাউন্ডের ওঠার পথ খোলা আছে বেলজিয়ামের। প্রথম ম্যাচে কানাডাকে হারানোর সুবাদে দলটির পয়েন্ট ৩। আর ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করা মরক্কোর পয়েন্ট এখন ৪।

ম্যাচটিতে প্রথমার্ধের বেশির ভাগ সময় বল দখলে রেখেছিলো বেলজিয়ামই। ৭০ শতাংশ বল দখলে রেখে নিজেদের রেকর্ডও গড়ে ইউরোপীয় দেশটি। ১৯৬৬ বিশ্বকাপের পর আর কখনো ম্যাচের প্রথমার্ধে এতো বেশি সময় বল দখলে রাখতে পারেনি তারা।

বল দখলের সূত্রে ম্যাচে গোলমুখে ভীতি ছড়ানো প্রথম বড় আক্রমণটিও করে বেলজিয়ামই। পঞ্চম মিনিটে দুই ভাই এডেন হ্যাজার্ড ও থরগান হ্যাজার্ডের একে অপরকে বল দেওয়া-নেওয়া করে পাঠিয়ে দেন মিচি বাতশুয়াইয়ের কাছে। আগের ম্যাচে কানাডার বিপক্ষে গোল করা এই ফরোয়ার্ড ডি বক্সের বা দিক থেকে গোলমুখে শট নেন। এগিয়ে এসে কর্নারের বিনিময়ে সেটি প্রতিহত করে দেন মরক্কোর গোলকিপার মুনির মোহাম্মদি।

এরপরের খেলায় গোলের সম্ভাবনা জাগানো বেশির ভাগ আক্রমণই করে মরক্কো। আগের ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করা দলটি এ দিনও মূল দৃষ্টি দেয় রক্ষণে। কিন্তু বল পায়ে পেলে প্রতিপক্ষ রক্ষণে ঢুকে যেতে সময় নেয়নি। বারবার হানা দেওয়ার ধারায় ২১ মিনিটে বেলজিয়াম ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন হাকিম জিয়েশ। তবে চেলসি উইঙ্গারের শট বারের ওপর দিয়ে চলে যায়।

সাত মিনিট পরের আক্রমণটি ছিলো আরো সম্ভাবনাময়ী। বেলজিয়াম ডি বক্সে নায়েফ আগুয়ের্দের হেড থেকে বল পেয়ে যান সেলিম আমাল্লাহ। বেলজিয়ামে জন্ম নেওয়া মরক্কোর এই মিডফিল্ডার মাপমতো শট নিতে পারেননি, বল উড়িয়ে দেন ওপর দিয়ে। ৩৫ মিনিটে আরেকটি ভালো সুযোগ নষ্ট করেন আশরাফ হাকিমি। পিএসজি ডিফেন্ডার বল পেয়েছিলেন মাঝমাঠের একটু সামনে। দ্রুতগতিতে ডি বক্সে ঢুকে শট নিলেও বল চলে যায় পোস্টের পাশ দিয়ে।

তবে প্রথমার্ধেই একবার বেলজিয়ামের জালে বল পাঠিয়ে দেয় মরক্কো। ডি বক্সের ডান পাশ থেকে নেওয়া জিয়েশের ফ্রি কিক থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে জালে জায়গা করে। গোলের উৎসবও শুরু করে মরক্কোর খেলোয়াড়রা। তবে ভিএআর চেকে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। কিক নেওয়ার মুহূর্তে কিছুটা এগিয়ে গিয়েছিলেন রোমেইন সাইস। স্বস্তির নিশ্বাস ফেলে বিরতিতে যায় বেলজিয়াম।

কিন্তু দ্বিতীয়ার্ধের পুরোটা আর স্বস্তিতে কাটাতে পারেনি দলটি। প্রথমার্ধের মতো এই অর্ধেও প্রথম বিশ মিনিট উভয় দল বিফল আক্রমণ পাল্টা-আক্রমণ করে যায়। আক্রমণের ধার বাড়াতে ৬৮ মিনিটে মিডফিল্ডার সেলিমকে তুলে ফরোয়ার্ড আবদেলহামিদ সাবিরিকে নামান মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুই। পাঁচ মিনিট বাদেই চলে আসে গোল।

প্রথমার্ধে জিয়েশ যে জায়গা থেকে ফ্রি কিক নিয়ে বল জালে জড়িয়েছিলেন, ওই একই জায়গা থেকে একই ধরনের ফ্রি কিক নেন সাবিরি। কোর্তোয়াকে ফাঁকি দিয়ে বল চলে যায় জালে। আগের ফ্রি কিকের কার্বন কপি হলেও এ যাত্রায় আর অফসাইড হয়নি।

গোল করে এগিয়ে যাওয়ার পর মরক্কো নজর দেয় রক্ষণে। বেলজিয়াম ধার বাড়ায় আক্রমণে। তবে লুকাকু, চার্লস ডি কেতেলারা নামলেও জমাট রক্ষণের সামনে গোলমুখ খুলতে পারেনি বেলজিয়াম। উল্টো যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি গোল হজম করে বসেন কোর্তোয়া। জিয়েশের ক্রস থেকে বল জালে জড়ান জাকারিয়া আবুখলাল।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কাতার বিশ্বকাপ,বেলজিয়াম,মরক্কো,পয়েন্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close