• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

টিকে থাকতে বেলজিয়ামের বিরুদ্ধে লড়ছে মরক্কো

প্রকাশ:  ২৭ নভেম্বর ২০২২, ১৯:০৩ | আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ২০:০২
স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপে টিকে থাকতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে লড়াই করছে বেলজিয়াম ও মরক্কো। জয় পেলেই শেষ ষোল নিশ্চিত করে ফেলবে বেলজিয়াম, একই উদ্দেশে মাঠে নেমেছে মরক্কোও।

রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশ সন্ধ্যা ৭টায় কাতারের আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।

বিশ্বকাপ বাছাইপর্বে গড়ে প্রতি ম্যাচে তিনটি করে গোল করা বেলজিয়াম বিশ্বকাপের শুরুটাও রাঙিয়েছে জয় দিয়ে। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে মিখি বাতসুয়াইয়ের একমাত্র গোলে কানাডাকে ১-০ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে রবার্তো মার্টিনেজের দল।

এবার বেলজিয়ামের সামনে মরক্কো, যারা ৪০ বছর পর বিশ্বকাপ খেলতে এসেছে। অবশ্য মরক্কোর শুরুটাও খারাপ হয়নি। ২০১৮ বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে মরক্কোও ভালোভাবে টুর্নামেন্ট শুরু করেছে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

বেলজিয়াম ও মরক্কো এই পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে। যেখানে বেলজিয়ামের জয় ২ ম্যাচে। যেই দুই জয়ের একটি ১৯৯৪ বিশ্বকাপে। অন্যটি ১৯৯৯ সালে। দুই দলের সর্বশেষ মুখোমুখি হয় ২০০৮ সালে এবং মরক্কো সেবার ম্যাচটি জিতেছিলো ৪-১ গোলের বড় ব্যবধানে।

তবে গত এক যুগে বেলজিয়াম দলে অনেক পরিবর্তন এসেছে এবং বর্তমানে দলটির গোল্ডেন জেনারেশন ফুটবল মাঠে দাপিয়ে বেড়াচ্ছে। এদিকে মরক্কোও প্রতিজ্ঞাবদ্ধ, তারা তাদের সমর্থকদের হতাশ করতে চায় না। ফলে বলাই যাচ্ছে, কঠিন একটি ম্যাচই অপেক্ষা করছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মরক্কো,বেলজিয়াম,কাতার বিশ্বকাপ,জয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close