• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

বৃষ্টিতে পরিত্যক্ত নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ

প্রকাশ:  ২৬ অক্টোবর ২০২২, ১৮:০৪
স্পোর্টস ডেস্ক

মেলবোর্নে দিনের প্রথম ম্যাচে বৃষ্টির বাধা এবং দ্বিতীয় ম্যাচে খেলা মাঠেই গড়ায়নি। মাঠে গড়িয়েছে শুধু বৃষ্টির অঝোর ধারা। আর সেই ধারাতে ভেসে গেছে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। এতে দুই দলই ১ পয়েন্ট করে পেয়েছে। ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ এর শীর্ষে আছে কিউইরা। আর সমান ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে আফগানরা।

গ্রুপ ১-এর পয়েন্ট তালিকায় ২ নম্বরে আছে শ্রীলঙ্কা। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২, রানরেট ০.৪৫। সমান ম্যাচে ও সমান পয়েন্ট নিয়ে রানরেটে (০.২৩) পিছিয়ে থাকায় তিনে ইংল্যান্ডের অবস্থান।

আজ ইংলিশদের হারিয়ে ২ পয়েন্ট পেয়েছে আইরিশরা। ১.১৬ রানরেট নিয়ে আয়ারল্যান্ড আছে পয়েন্ট তালিকার চারে। ২ ম্যাচ খেলে ২ পয়েন্টের মালিক অস্ট্রেলিয়াও। কিন্তু স্বাগতিকদের রানরেটের (-১.৫৫) দুশ্চিন্তা নিয়ে পরের ম্যাচ খেলতে হবে।

এর আগে ২৪ অক্টোবরে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। হোবার্টের বেলেরিভ ওভালে গ্রুপ ২-এর দুই দলের সেই ম্যাচে সহজ জয়ের পথেই এগোচ্ছিলো দক্ষিণ আফ্রিকা। কিন্তু বৃষ্টির কারণে নিশ্চিত ২ পয়েন্ট থেকে বঞ্চিত হয় প্রোটিয়ারা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ম্যাচ,বৃষ্টি,পরিত্যক্ত,নিউজিল্যান্ড,আফগানিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close