• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‌‘কোহলি এমন খেললে কিছু করার থাকে না’

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০২২, ১৯:১৩
স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছিলো পাকিস্তান। শেষ পর্যন্ত শেষ ওভারের নাটকীয়তায় ৪ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে রোহিত শর্মার দল। এ ম্যাচে একাই ৮২ রান করেন বিরাট কোহলি। ম্যাচের সময়, ম্যাচের শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে ঝড়-

রবিচন্দ্রন অশ্বিন যখন নামেন, ম্যাচে হয়তো এগিয়ে ছিলো পাকিস্তানই। নেওয়াজ ওয়াইড করেছিলেন, তবে সেটি ছেড়ে দেওয়ার মতো ঠাণ্ডা মাথা ছিলো অশ্বিনের। যুবরাজ সিং প্রশংসা করেছেন। সঙ্গে বলছেন, ভারত-পাকিস্তানের লড়াই একটা ম্যাচের চেয়েও বেশি, এটা একটা আবেগের নাম।

বিশ্বাস করতে পারছিলেন না মারনাস লাবুশেন! কেইবা করতে পেরেছেন! এমন টি-টোয়েন্টি ম্যাচ দেখেছেন বলে মনে করেন না মার্ক ওয়াহ।এমন ম্যাচের কারণেই তো খেলা ভালোবাসেন, বলছেন রশিদ খান। এমসিজির ফুল হাউসের সামনে খেলার অভিজ্ঞতা ভালোই আছে স্টুয়ার্ট ব্রডের। তবে এমন বিনোদন কমই পেয়েছেন তিনি!

কোহলি এমন খেললে কিছু করার থাকে না, মোহাম্মদ হাফিজ যেন মনে করিয়ে দিলেন সেটিই। এমন ম্যাচের পর জয়-পরাজয় ব্যাপার নয়, বলছেন ওয়াহাব রিয়াজ।

শেন ওয়ার্নের নামে এমসিজির স্ট্যান্ডের নামকরণ করার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ওয়ার্ন বেঁচে থাকলে নিশ্চয়ই এ ম্যাচে ধারাভাষ্য দিতেন, এমন ম্যাচ দেখে রোমাঞ্চিতও হতেন! ইশা গুহ এমন ম্যাচের পর স্মরণ করেছেন অস্ট্রেলিয়ার স্পিন জাদুকরকে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

টি-টোয়েন্টি,বিশ্বকাপ,বিরাট কোহলি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close