• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

এশিয়া কাপ: টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রকাশ:  ০২ সেপ্টেম্বর ২০২২, ২০:২২
স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। তাই সুপার ফোরে যেতে আজ হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাবর আজমের দলের।

হংকংও নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হারে। দুই দলের বাঁচা-মরার ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে হংকং।

টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার পেছনে রান তাড়ায় ‘নিজেদের ভালো দল’ বলেছেন হংকং অধিনায়ক নিজাকাত খান। তবে টস জিতলে ব্যাটিংই করতে চেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর।

সে ক্ষেত্রে টস হেরেও প্রথমে ব্যাটিং করতে পারাকে বেশ ভালোভাবেই নিয়েছেন তিনি। স্বাস্থ্যবান স্কোরবোর্ডে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে চান বাবর। ভারতের বিপক্ষে ম্যাচের একই একাদশ নিয়ে মাঠে নামছে পাকিস্তান।

পাকিস্তান একাদশ:

বাবর (অধিনায়ক), রিজওয়ান, ফখর, ইফতিখার, আসিফ, খুশদিল, শাদাব, নাসিম, হারিস, নাওয়াজ ও দাহানি।

হংকং একাদশ:

নিজাকাত (অধিনায়ক), ইয়াসিম, হায়াত, কিঞ্চিত, আইজাজ, জিশান, ম্যাককেচনি, হারুন, এহসান, আয়ুশ ও গাজানফার

পূর্বপশ্চিমবিডি/এআই

এশিয়া কাপ,পাকিস্তান,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close