• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মহাকাশে সম্মান জানানো হবে ম্যারাডোনাকে

প্রকাশ:  ২৭ জুলাই ২০২২, ০৯:৩৩
স্পোর্টস ডেস্ক

দেড় বছর আগে ডিয়েগো ম্যারাডোনা মারা যাওয়ার পর বিভিন্ন ভাবে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। কখনও মূর্তি বানিয়ে, কখনও আস্ত বিমানকে মিউজিয়াম বানিয়ে, কখনও স্টেডিয়ামের নাম বদল করে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি সম্মান জানানো হয়েছে। এবার মহাকাশে অভিনব উপায়ে ম্যারাডোনাকে সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, এক বেসরকারি সংস্থার উদ্যোগে কৃত্রিম উপগ্রহের সাহায্যে মহাকাশে ম্যারাডোনার ব্যবহৃত সামগ্রী পাঠানো হবে। সাবেক তারকার এক জোড়া জুতা এবং একটি হার্ড ড্রাইভ ওই কৃত্রিম উপগ্রহের সঙ্গে বিশেষভাবে জুড়ে দেওয়া হবে।

সম্পর্কিত খবর

    সেই হার্ড ড্রাইভে আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ম্যারাডোনার সমর্থক এবং অনুরাগীদের ভিডিও এবং অডিও বার্তা রেকর্ড করা থাকবে।

    কৃত্রিম উপগ্রহের নাম দেওয়া হয়েছে ‘কসমিক কাইট’। উল্লেখ্য, ম্যারাডোনাকে প্রথমবার ওই নামে ডেকেছিলেন উরুগুয়ের এক সাংবাদিক।

    ইংল্যান্ডের বিরুদ্ধে শতাব্দীর সেরা গোলের পর সেই নাম সর্বত্র প্রচলিত হয়ে যায়। দেশের মানুষও তাকে ওই নামে ডাকতেন। কবে সেই উপগ্রহ আকাশে পাঠানো হবে তা অবশ্য এখনও জানা যায়নি।

    পূর্বপশ্চিম/ম

    ডিয়েগো ম্যারাডোনা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close