• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকা টেস্ট

অবশেষে ফুরোলো অপেক্ষা, খেলা শুরু

প্রকাশ:  ২৫ মে ২০২২, ১৬:০৬ | আপডেট : ২৫ মে ২০২২, ১৬:১১
স্পোর্টস ডেস্ক

অবশেষে ফুরোলো অপেক্ষা। বৃষ্টির কারণে তিন ঘণ্টা হারিয়ে যাওয়ার পর বিকেল ৪টায় শুরু হয়েছে তৃতীয় সেশনের খেলা। পুরো দ্বিতীয় সেশনই ভাসিয়ে নিয়েছে বৃষ্টি। তৃতীয় সেশন শুরুর স্বাভাবিক সময় ছিলো দুপুর ৩টা। কিন্তু সেটিও এক ঘণ্টা পিছিয়ে শুরু হয়েছে ৪টায়।

বুধবার (২৫ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরুর আগেই আকাশে ছিলো মেঘের ঘনঘটা। তবু প্রায় নির্বিঘ্নেই মাঠে গড়ায় প্রথম সেশনের খেলা। দুপুর ১২টা বাজতেই শুরু হয় বৃষ্টি। যা চলতে থাকে দুপুর দুইটা পর্যন্ত।

লাঞ্চ বিরতির আগে সকালের সেশনে মোট ২৪.১ ওভার খেলা হয়েছে। রান হয়েছে কেবল ৬৭। ২ উইকেট তুলে সকালের সেশনে এগিয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কা এখনো ১৫৫ রানে পিছিয়ে। ৭০.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করেছে শ্রীলঙ্কা। অবিচ্ছিন্ন জুটিতে ব্যাট করছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও ধনঞ্জয় ডি সিলভা।

এর আগে দিনের খেলা শুরু হতেই দলকে সাফল্য এনে দেন এবাদত হোসেন। দিনের দ্বিতীয় বলেই নাইটওয়াচম্যান রাজিথাকে বোল্ড করে সাজঘরের পথ দেখালেন। ১২ রানে ফিরলেন তিনি। এরপর লঙ্কান অধিনায়ক দিমুখ করুনারত্নকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন সাকিব আল হাসান। রাউন্ড দ্যা উইকেট থেকে বাঁহাতি এই ওপেনারকে বোল্ড করেন তিনি। ৮০ রানে সাজঘরে ফিরেছেন করুণারত্নে। সাকিব পেয়ে গেলেন নিজের দ্বিতীয় উইকেট।

এর আগে মুশফিক-লিটন দাসের রেকর্ড গড়া ইনিংসে বাংলাদেশ প্রথম ইনিংস করেছে ৩৬৫ রান। মুশফিকুর রহিম দলের পক্ষে সর্বোচ্চ ১৭৫ রানের অসাধারণ ইনিংস উপহার দিয়ে অপরাজিত থাকেন। এছাড়া লিটন কুমার খেলে ১৪১ রানে ইনিংস।

পূর্বপশ্চিমবিডি/এসএম

খেলা,অপেক্ষা,বৃষ্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close