• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

এবাদতকে নিয়েই লড়ে যাচ্ছেন মুশফিক

প্রকাশ:  ২৪ মে ২০২২, ১২:৫৫
স্পোর্টস ডেস্ক

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই খোঁচা দিয়ে সাজঘরে ফিরলেন দুই ব্যাটসম্যান। এরপর অবশ্য মুশফিকুর রহিম হাল ধরলেন, তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন তাইজুল ইসলামও। কিন্তু তিনিও ফিরলেন সেশন শেষ হওয়ার মিনিট দশেক আগে। তবে দলীয় সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে শেষ ব্যাটার এবাদত হোসেনকে নিয়েই লড়ে যাচ্ছেন মুশফিক।

মঙ্গলবার (২৪ মে) দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩৬১ রান। ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরির আশা জাগিয়ে ১৭১ রানে অপরাজিত রয়েছেন মুশফিক। এবাদত এখনো রানের খাতা খুলতে পারেননি।

এর আগে ২৯১ বলে ১৯ চারে দেড়শতে পৌঁছেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারে ডানহাতি এই ব্যাটসম্যানের এটি পঞ্চম দেড়শ ছাড়ানো ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে খেললেন দ্বিতীয়বার। দেড়শ ছাড়ানো আগের চার ইনিংসের তিনটিতেই দুইশ ছুঁয়েছিলেন মুশফিক। এবারো কি আরেকটি ডাবলের দেখা পাবেন তিনি?

প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়া ছিলো, আজ প্রথম ঘন্টার চ্যালেঞ্জ কাটিয়ে দিক মুশফিক-লিটন। কিন্তু সকালের অনেকখানি পথ সাবধানে খেললেও মনোযোগ ধরে রাখতে পারেননি লিটন। রাজিথার বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে পরে লিটন কুমার দাস। ২৪৬ বল খেলে ১৬ বাউন্ডারি ও এক ছক্কায় ১৪১ রান করেন তিনি।

লিটনের বিদায়ের পর ক্রিজে এলেন আর গেলেন মোসাদ্দেক হোসেন। রাজিথার বলেই ডাক মেরে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এরপর মুশফিকের সঙ্গে অষ্টম উইকেটে ৪৯ রানের জুটি গড়েন তাইজুল ইসলাম। অসিথার শর্ট বলে গ্লাভসে লেগে বল যায় উইকেটের পেছনে। টিতে ১৫ রান যোগ করে অবদান রাখেন তাইজুল।

পরের ওভারে এসেই সৈয়দ খালেদ আহমেদকে ফেরালেন অসিথা ফার্নান্দো। রানের খাতা খুলতে পারলেন না বাংলাদেশের দশ নম্বর ব্যাটসম্যান। মুশফিকুর রহিমের সঙ্গে উইকেটে আছেন ইবাদত হোসেন।

এর আগে প্রথমদিন ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে মুমিনুল হকের দল।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঢাকা,টেস্ট,এবাদত হোসেন,মুশফিকুর রহিম,শ্রীলঙ্কা,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close