• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাংলাদেশ হকি দলের এশিয়া কাপ মিশন শুরু সোমবার

প্রকাশ:  ২২ মে ২০২২, ২৩:০৪
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ হকি দল দলের এশিয়া কাপ হকির মিশন শুরু হচ্ছে সোমবার (২৩ মে) থেকে। ইন্দোনেশিয়ায় প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

এশিয়া কাপে বাংলাদেশ খেলছ ‘বি’ গ্রুপে। দক্ষিণ কোরিয়া ছাড়াও এই গ্রুপে আছে ওমান ও মালয়েশিয়া। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৪ মে ওমানের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৬ মে মালয়েশিয়ার বিপক্ষে।

‘এ’ গ্রুপের দলগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, জাপান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। উদ্বোধনী দিনে আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপের ওমান খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে জাপান-ইন্দোনেশিয়া ও ভারত-পাকিস্তান।

চারবারের চ্যাম্পিয়ন কোরিয়ার বিপক্ষে আশা জাগাচ্ছে নিকট অতীতের অভিজ্ঞতা। গত বছর ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে লড়ে জিততে হয়েছিল দক্ষিণ কোরিয়াকে। মাওলানা ভাসানী স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে হারিয়েছিলো ৩-২ গোলে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মিশন,এশিয়া কাপ,বাংলাদেশ,হকি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close