• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ডলার যেন আমার ২১০ রানের রেকর্ড না ভাঙে: ফখর জামান

প্রকাশ:  ২২ মে ২০২২, ১৩:৫২
স্পোর্টস ডেস্ক

রাজনৈতিক অস্থিরতায় পাকিস্তানের অর্থনৈতিক সংকট ঘনীভূত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে দেশটিতে ডলারের দাম আকাশছোঁয়া। এক মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মূল্য দাঁড়িয়েছে ২০০.৪৫ রুপি! আর কৌতুকের ছলে নিজ দেশের অর্থনৈতিক দৈন্যতার কথা প্রকাশ করেছেন পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান।

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২১০ রানের রেকর্ড গড়েছিলেন ফখর জামান। ১৫৬ বলে তার খেলা দুর্দান্ত সেই ইনিংসটির ধারেকাছেও আসতে পারেননি দেশটির অন্য কোনো ক্রিকেটার।

কোনো পাকিস্তানি ব্যাটার ফখর জামানের রেকর্ডের কাছে আসতে না পারলেও দেশটিতে মার্কিন ডলারের দাম তার রেকর্ড ছুঁয়ে ফেলার দ্বারপ্রান্তে রয়েছে! সেজন্যই রসিকতা করে পাকিস্তানের এই তারকা ব্যাটার বললেন, ডলার যেন আমার ২১০ রানের রেকর্ড না ভাঙে, এটাই আমার চাওয়া।

দেশের এমন অর্থনৈতিক পরিস্থিতিতেও পাকিস্তানি ক্রিকেটারদের উপবৃত্তি বৃদ্ধি করায় পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার ভূয়সী প্রশংসা করেন ফখর জামান।

তিনি বলেন, এটি একটি ভালো বিষয় যে রমিজ রাজা মাসিক উপবৃত্তি বৃদ্ধি নিশ্চিত করেছেন। মিটিংয়ে তিনি খুবই সহযোগিতা করেছিলেন। তিনি শেয়ার করেছেন। এ বেতন বৃদ্ধি আমাদের ক্রিকেটকে উপকৃত করবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ফখর জামান,রেকর্ড,ডলার,রান,পাকিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close