• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আমরা হাসিমুখেই বিদায় নেবো, বিকল্প আছে তো: মুশির স্ত্রীর

প্রকাশ:  ১৮ মে ২০২২, ১৭:০২
স্পোর্টস ডেস্ক

চট্টগ্রাম টেস্টে ভীষণ ধৈর্যের পরিচয় দিয়েছেন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ধীরতম সেঞ্চুরি। তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করতে মুশফিকুর রহিম বাউন্ডারি হাঁকান মাত্র চারটি। অবশেষে মুশফিকের ধৈর্যচ্যুতি ঘটেছে ২৮২ বল খেলে। ব্যক্তিগত ১০৫ রানে সুইপ করতে গিয়ে পেছন দিক দিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার।

এর আগে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে বেশি সময় নেননি মুশফিকুর রহিম। দিনের ১৬তম ওভারেই দেশের প্রথম ব্যাটার হিসেবে করে ফেলেছেন টেস্ট ক্রিকেটে ৫ হাজার রান। সেই সাথে অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন মুশি।

ওয়ানডে ফরম্যাচটে রান পাচ্ছিলেন মুশফিকুর রহিম। তবে টেস্ট এবং টি-২০ ফরম্যাটে রান খরা যাচ্ছিল তার। টি-২০ থেকে তার বাদ পড়ার গুঞ্জনও ক্রিকেট পাড়ায় জোরালো। দুই বছর টেস্টে সেঞ্চুরি পাননি দেশসেরা টেস্ট ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ওই রান খরা কেটেছে তার।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী জান্নাতুল মন্ডি ছুড়ে দিয়েছেন প্রশ্ন। মুশফিক সরে গেলে বা বিদায় নিলে বোর্ডের হাতে বিকল্প আছে কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি।

নিজের ইনস্টাগ্রামে মুশফিকের স্ত্রী মন্ডি লিখেছেন, আমরা হাসি মুখেই বিদায় নেবো ইনশাআল্লাহ! তবে আপনাদের রিপ্লেসমেন্ট (বিকল্প) আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হতো!

পূর্বপশ্চিমবিডি/এসএম

স্ত্রী,বিকল্প,চট্টগ্রাম,টেস্ট,সেঞ্চুরি,মুশফিকুর রহিম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close