• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিদেশের মাটিতেও আমরা সিরিজ জিততে পারি: তামিম

প্রকাশ:  ২৪ মার্চ ২০২২, ০০:৪৫
নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ে সিরিজ জয় করেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। সিরিজ নির্ধারণী এই ম্যাচে ৮২ বলে ৮৭ রান করে দুর্দান্ত একটা ইনিংস খেলেন অধিনায়ক তামিম ইকবাল নিজেও।

সিরিজ জয়ের আনন্দে উচ্ছ্বসিত তামিম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, আমি গর্বিত, বিশেষ করে বাংলাদেশি ফাস্ট বোলার ম্যাচ ও সিরিজসেরা হওয়ায় আমি গর্বিত। দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতা একটি বিশাল অর্জন। আমরা এখন বিশ্বাস করি, আমরা বিদেশের মাটিতেও সিরিজ জিততে পারি। এই জয় সামনে এগিয়ে যেতে আমাদের আত্মবিশ্বাস দিবে। গত ৫-৬ বছর ধরে আমরা ওয়ানডেতে ভালো খেলছিলাম। তবে বিদেশের মাটিতে সিরিজ জিততে পারছিলাম না। এবার সেটি করতে পেরেছি।

তামিম ধন্যবাদ জানান সাকিব আল হাসানকে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সাকিবের পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছে। এই অবস্থায় এখানে খেলার জন্য তাঁকে অনেক ধন্যবাদ জানাই।’ এদিকে, দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জিতেছেন পেস বোলার তাসকিন আহমেদ।

এদিন ৯ ওভারে মাত্র ৩৫ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন তাসকিন। তার বিধ্বংসী বোলিংয়ের কারণেই চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি স্বাগতিক প্রোটিয়ারা। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে। পাশাপাশি জিতে নিয়েছেন সিরিজসেরার পুরস্কারও।

পূর্বপশ্চিম- এনই

তামিম,তামিম ইকবাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close