• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ:  ১৮ মার্চ ২০২২, ১৭:০৬
স্পোর্টস ডেস্ক

সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়নে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হয়।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সুখস্মৃতি আছে একটা। সেটা অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নয়। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল মোহাম্মদ আশরাফুলের দল। সেটাই প্রথম, সেটাই হয়ে আছে শেষ।

এবার দক্ষিণ আফ্রিকা সফরে সে নিয়তিটা বদলাতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যেই আজ প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে তামিম ইকবালের দল।

বাংলাদেশের এমন আশার পালে হাওয়া দিচ্ছে ওয়ানডেতে দলের সাম্প্রতিক ফর্মও। শেষ পাঁচ ওয়ানডের চারটিতেই জিতেছেন তামিমরা। আছেন ওয়ানডে সুপার লিগের শীর্ষে। আর দক্ষিণ আফ্রিকা আছে দশে। আজ মাঠের পারফর্ম্যান্সেও যে তার ছাপই ফেলতে চাইবে বাংলাদেশ, তা বলাই বাহুল্য।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

কাইল ভেরেইনা, ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, আন্দিল ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি।

পূর্বপশ্চিম/এসকে

ওয়ানডে সিরিজ,বাংলাদেশ,দক্ষিণ আফ্রিকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close