• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

রক্তের চিহ্ন ওয়ার্নের রুমে

প্রকাশ:  ০৬ মার্চ ২০২২, ১৭:৪১
পূর্বপশ্চিম ডেস্ক

বিশ্ব ক্রিকেটকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত মারা যান তিনি। ২২ গজ কাঁপানো এই ধ্রুবতারার বিদায়ে হতবাক বিশ্ব।

প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক ধারণা করা হলেও ওয়ার্নি মারা যাওয়ার যথার্থ কারণ নিশ্চিত হতে পারেনি থাইল্যান্ড পুলিশ। এদিকে, ওয়ার্নের রুমে রক্তের দেখা মিলেছে বলেও জানিয়েছে স্থানীয় পুলিশ। ফলে ময়নাতদন্তের পর ওয়ার্নের মৃতদেহ অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হবে।

এ বিষয়ে কোহ সামুইয়ের স্থানীয় পুলিশ প্রধান ইউত্থানা সিরিসোমবাত বলেছেন, যদিও হার্ট অ্যাটাকের কথা বলা হচ্ছে, তবে আমি এখনও নিশ্চিত নয়। এই সিদ্ধান্ত চিকিৎসকদের মতামতের ওপর নির্ভর করছে।

রাজ্যে পুলিশ কমান্ডার সাতিত পোপিনিত জানান, ওয়ার্নের রুমে রক্ত দেখা গিয়েছিল। তবে এখানে অন্যকিছু সন্দেহের বিষয় নেই। সম্ভবত, যখন সিপিআর দেওয়া হচ্ছিল তখন ওয়ার্নের মুখ দিয়ে তরল শ্লাষ্মা এবং একইসঙ্গে রক্তও বের হয়েছিল।

পূর্বপশ্চিমবিডি/জেএস

শেন ওয়ার্ন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close