• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট খেলবেন না সাকিব

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৮
স্পোর্টস ডেস্ক
সাকিব আল হাসান

মার্চে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট খেলবেন না সাকিব আল হাসান। তাই শুধুমাত্র বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাওয়া যাবে বাঁহাতি এই অলরাউন্ডারকে। ওডিআই ম্যাচগুলো শেষ করে আইপিএলে যোগ দেবেন তিনি।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ সুপার লিগের সিরিজের সূচি ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

অবশ্য আইপিএল খেলে দেশে ফিরবেন সাকিব। থাকবেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সে দক্ষিণ আফ্রিকা যাবে, সেটা বলেছে। কোনটা খেলবে, কোনটা খেলবে না- সেটা পরে ঠিক হবে। আর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব থাকবে। ৮ থেকে ২৩ মে পর্যন্ত জাতীয় দলের সঙ্গে থাকবে সে।’

এদিকে বিসিবির একজন কর্মকর্তা জানান, দক্ষিণ আফ্রিকায় সাকিব শুধু ওয়ানডে খেলবেন। সে ক্ষেত্রে আইপিএলে দুই ভাগে খেলতে হবে সাকিবকে। ২ এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। টেস্ট সিরিজ শেষ হলে যেতে পারবেন ভারতে। কারণ, ২ এপ্রিল থেকে ৩ জুন পর্যন্ত হবে ২০২২ সালের আইপিএল।

পূর্বপশ্চিমবিডি/জেএস

দক্ষিণ আফ্রিকা,সাকিব আল হাসান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close