• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০২২, ১৩:৫২ | আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৫:৫৬
স্পোর্টস ডেস্ক

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। দু’টি ফরম্যাটেই অধিনায়ক হিসেবে ফিরেছেন রোহিত শর্মা। তবে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামিকে। এছাড়া দুই ফরম্যাটেই প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা স্পিনার রবি বিষ্ণুই।

এর আগে চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে পারেননি রোহিত। সাত সপ্তাহ রিহ্যাবে থাকার পর বুধবারই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষায় পাস করেন তিনি।

দলে জায়গা পেয়েছেন স্পিনার কুলদীপ যাদব। তবে টি ফরম্যাটের দল থেকেই বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

আগামী ৬ ফেব্রুয়ারি তিন ম্যাচ ওয়ানডের প্রথমটি খেলবে দুই দল। এরপর ১৬ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

ওয়ানডে স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হোডা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, মোহাম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ, আভেশ খান।

টি-টোয়েন্টি স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণুই, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, হারশাল প্যাটেল।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

ঘোষণা,দল,ভারত,ওয়ানডে,টি-টোয়েন্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close