• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মালয়েশিয়াকে সহজেই হারালো বাংলাদেশ নারী দল

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২২, ১২:০০
স্পোর্টস ডেস্ক

কমনওয়েল গেমস বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে সহজেই হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (১৮ জানুয়ারি) কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভালে স্বাগতিক নারীদের ৮ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৯ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। জবাবে মাত্র ৮ ওভারেই ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে খেই হারিয়ে ফেলে মালয়েশিয়ান নারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ১২ করে রিতু মনির বলে আউট হন উইনিফ্রেড দুরাইসিগাম। মাস ইলয়াসার ব্যাট থেকে আসে ১১ রান। দলের হয়ে এছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট পাওয়া রুমানা আহমেদ ম্যাচ সেরা হন। সুরাইয়া আজমিনও দুটি উইকেট লাভ করেন। এছাড়া সালমা খাতুন, নাহিদা আকতার, রিতু মনি একটি করে উইকেট নেন।

৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার শামীমা সুলতানা ও মুরশিদা খানের ব্যাটেই মূলত জয় ধরা দেয়। শামীমা ১৯ বলে ২৮ ও মুরশিদা ১৬ বলে ১৪ রান করে বিদায় নেন। অধিনায়ক নিগার সুলতানা ৩ ও ফারজানা হক ৭ রানে অপরাজিত থাকেন।

আগামী ১৯ জানুয়ারি কেনিয়া নারীদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

কমনওয়েল গেমস,দল,নারী,বাংলাদেশ,মালয়েশিয়া,ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close