• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ল্যাথামের সেঞ্চুরিতে হতাশা বাড়ছে বাংলাদেশের

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২২, ১০:০০
স্পোর্টস ডেস্ক

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে বোলিংয়ে খরা দেখা দিয়েছে বাংলাদেশের। এই টেস্টের প্রথম সেশনে ফিফটি, দ্বিতীয় সেশনে সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন অধিনায়ক টম ল্যাথাম। উইল ইয়াংয়ের সঙ্গে তার ওপেনিং জুটি ১৪৮ রানের। ১১৪ বলে ৫ চারে ৫৪ রান করে শরিফুল ইসলামের শিকার হয়েছেন উইল ইয়াং।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৫৮ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২২৬ রান।

এর আগে ক্রাইস্টচার্চে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। এই টেস্টে সাদা পোষাকে অভিষেক হয়েছে নাঈম শেখের। ইনজুরিতে পড়া জয়ের বদলি হিসেবে ওপেনিংয়ে নামবেন তিনি।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৯২ রান তুলে লাঞ্চে যায় কিউইরা। ৬৬ রানে ল্যাথাম ও ২৬ রানে অপরাজিত ছিলেন ইয়াং। লাঞ্চের পর প্রথম ওভারেই এবাদত ফেরাতে পারতেন ইয়াংকে। ২৬ রানে ব্যাট করা ইয়াংয়ের দেওয়া সহজ ক্যাচ ছেড়েছেন দ্বিতীয় স্লিপে থাকা লিটন দাস। পরের ওভারেই তাসকিনকে চার মেরে দলীয় ও জুটির সেঞ্চুরি পূর্ণ করেন ল্যাথাম।

সময়ের সাথে সাথে টাইগার বোলারদের হতাশা বাড়াতে থাকেন ল্যাথাম-ইয়াং। যে পথে দুজনে গড়েছেন হ্যাগলি ওভালে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। পেছনে ফেলেন ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টম ল্যাথাম ও জিত রাভালের ১২১ রানের আগের সর্বোচ্চ জুটিকে।

৩৫ তম ওভারের প্রথম স্পিন আক্রমণে আনেন টাইগার দলপতি মুমিনুল হক। তবে মেহেদী হাসান মিরাজের করা দ্বিতীয় বলেই ডাউন দ্য উইকেটে এসে চার মেরে জানাতে চাইলেন আজ প্রতিপক্ষকে কোনোভাবে সুযোগ দিতে চান না। ততক্ষণে পৌঁছেছেন ৯০ এর ঘরে। একই ওভারে চার মেরে ৯৮ বলে ফিফটি ছুঁয়েছেন ইয়াং।

ফিফটির পর অবশ্য বেশিক্ষণ টিকেননি ইয়াং, বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথের বল স্কয়ার ড্রাইভ খেলতে গিয়ে পয়েন্টে নাইমকে ক্যাচ দেন। তাতে ভাঙে ল্যাথামের সাহে ১৪৮ রানের জুটি, তার ব্যাটে ১১৪ বলে ৫৪ রান।

ব্যক্তিগত ৯৪ রানে ফিরতে পারতেন ল্যাথামও, শরিফুলের শর্ট বলে ঠিকঠাক সংযোগ হয়নি। বল বেশ কিছুক্ষণ বাতাসে থাকলেও তালুবন্দী করার মতো কেউ ছিলোনা উইকেটের আশেপাশে। ৪৫ তম ওভারে ৩ অঙ্কের ম্যাজিকাল ফিগার ছুঁয়েছেন ল্যাথাম। ১৩৩ বলে হাঁকানো সেঞ্চুরিটি কিউই অধিনায়কের ক্যারিয়ারের দ্বাদশ ও বাংলাদেশের বিপক্ষে তৃতীয়। ৫৩তম ওভারেই দলীয় রান পেরোয় ২০০।

ক্রাইস্টচার্চের এই ভেন্যুতে বাংলাদেশ এর আগে একটি টেস্ট খেলেছিলো। ২০১৭ সালের সেই ম্যাচে ৯ উইকেটে হেরেছিলো তামিম ইকবালের নেতৃত্বাধীন দল। প্রথম ইনিংসে সৌম্য সরকার ৮৬ আর সাকিব আল হাসান ৫৯ করেছিলেন। এবার দুজনের কেউই দলে নেই।

২০১৯ সালেও এই ভেন্যুতে আরেকটি টেস্ট খেলার কথা ছিলো টাইগারদের। কিন্তু সেই মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর একটি বলও মাঠে গড়ায়নি। টেস্ট বাতিল করা হয়। এছাড়াও এই ভেন্যুতে বাংলাদেশ তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলেছে। সবগুলোতেই পরাজয় বরণ করতে হয়েছে।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুমিনুল হক (অধিনায়ক), নুরুল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন।

নিউজিল্যান্ড একাদশ

টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, ড্যারিল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনার।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

টম ল্যাথাম,বাংলাদেশ,সেঞ্চুরি,হতাশা,নিউজিল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close