• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জাতীয় ফুটবল দলের নতুন কোচ কাবরেরা

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০২২, ১৮:১৮ | আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৮:২৪
নিজস্ব প্রতিবেদক

অবশেষে পূর্ণ মেয়াদে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্পেনের হাভিয়ের কাবরেরা।

শনিবার (৮ জানুয়ারী) বাফুফের সভায় এ কথা জানানো হয়। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য হাভিয়ের নিয়োগ পেয়েছেন।

জাতীয় দল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাভিয়ের কাবরেরা নামের ওই কোচ স্প্যানিশ দল দেপোর্তিভো আলাভেসের অ্যাকাডেমির দায়িত্বে ছিলেন। এ ছাড়া ভারতের ইন্ডিয়ান সুপার লিগের দল স্পোর্টিং গোয়ার টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত কাজ করেছেন। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ স্প্যানিশ দ্বিতীয় বিভাগের দল রায়ো মাহাদাহোন্দোর কোচও ছিলেন। হাভিয়েরের সঙ্গে বাফুফের চুক্তি ১১ মাসের। হাভিয়ের বাংলাদেশের ২৩ তম বিদেশি কোচ আর স্প্যানিশ হিসেবে তৃতীয়। এর আগে স্প্যানিশ কোচ হিসেবে জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়েছেন গঞ্জালো মোরেনো ও অস্কার ব্রুজোন।

জেমি ডের পর জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন হাভিয়ের। ডের সঙ্গে বাফুফের চুক্তি ছিল এ বছর পর্যন্ত। কিন্তু একটু আগেভাগেই ডে বিদায় নেন। গত বছরের সেপ্টেম্বরে জাতীয় দলের কোচ জেমি ডেকে ওএসডি করা হয়। ​প্রধান কোচ নিয়োগ না দিলেও ডের পর দুজন কোচের অধীনে ম্যাচ খেলেছে লাল-সবুজের প্রতিনিধি দল।

পিপিবিডি/এসকে

ফুটবল,হাভিয়ের কাবরেরা,জেমি ডে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close