• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশের অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে: মান্না

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০২৪, ১৪:৪৫
নিজস্ব প্রতিবেদক

দেশের অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক তরফা নির্বাচন বাতিলসহ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ‘বাংলাদেশ কোন পথে’ ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনে যারা স্বতন্ত্র হয়ে জয়ী হয়েছে তারা আবার আওয়ামী লীগে ফিরে যেতে চায়। পরিস্থিতি ৭ জানুয়ারির আগে যা ছিলো এখন সে রকমই আছে৷ বরং সরকারের জন্য পরিস্থিতি খারাপ হয়েছে আমাদের জন্য ভালো হয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ডলার নেই, আমদানি করা যাচ্ছে না। এমনকি খাদ্যপণ্যও আমদানি করা যাচ্ছে না।

তিনি বলেন, নতুন বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, সাত দিনের মধ্যে সিন্ডিকেট বন্ধ করে দেবেন। কই পেরেছেন। সিন্ডিকেট ভেঙেছে! বরং জিনিসপত্রের দাম আরো বেড়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পরিস্থিতি,দেশ,অর্থনৈতিক,মাহমুদুর রহমান মান্না,নাগরিক ঐক্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close