• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গণতন্ত্র পুনরুদ্ধারে এবি পার্টির গণশপথ

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫৫ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ২১:৫৫
পূর্বপশ্চিম ডেস্ক

‘গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনভিত্তিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে এক অভিনব ‘গণশপথ’ অনুষ্ঠিত হয়েছে। এতে গণতন্ত্র ধ্বংস করে দেশকে এক পরিবারের রাজ্যে পরিণত করা হয়েছে এমন অভিযোগ করে এর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকারসহ দেশবাসীকে নতুন শপথে বলীয়ান হওয়ার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে এ গণশপথ অনুষ্ঠিত হয়। এর আগে দ্বাদশ সংসদ প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে এমন অভিযোগ করে একে ‘ফাইভ পার্সেন্ট সংসদ’ এবং মন্ত্রিসভাকে ‘ডামি মন্ত্রিসভা’ আখ্যা দেওয়া হয়

এবি পার্টির আহ্বায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে এই গণশপথে নির্বাচন বর্জনকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও এবি পার্টির নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। এ সময় এএফএম সোলায়মান চৌধুরী ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ যৌথভাবে উপস্থিত জনতাকে গণশপথ পাঠ করান।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় গণশপথ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। গণশপথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমূল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এবি পার্টি,গণশপথ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close