• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মন্ত্রী হিসেবে শপথের ডাক পেলেন আব্দুস শহীদ

প্রকাশ:  ১১ জানুয়ারি ২০২৪, ০০:১২
মৌলভীবাজার প্রতিনিধি

আজ বৃহস্পতিবার ১১ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসন থেকে সপ্তমবার নির্বাচিত সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রথমবারের মত মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন। এই আনন্দে বুধবার সন্ধ্যায় নির্বাচনী এলাকা শ্রীমঙ্গলে আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর নেতৃত্বে আওয়ামী লীগের নির্বাচনী প্রধান কার্যালয় থেকে বের করা হয় আনন্দ মিছিল।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম-সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন ফয়েজ, পৌর আওয়ামী লীগ নেতা তহিরুল ইসলাম মিলন, উপজেলা যুবলীগের সম্পাদক নুরুল আমিন, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, সহ-সভাপতি ইমাম হোসেন সোহেল প্রমুখ। এছাড়াও সাবেক ছাত্রলীগ নেতা মোমিনুল হোসেন সোহেলসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্ত্রী,শপথগ্রহন,রাজনীতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close