• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নৌকা ও ঈগলের সমর্থকদের মাঝে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপ

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০২৪, ১২:৩২
শেখ নাদীর শাহ্,খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় নির্বাচনী প্রচারণাকালে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌরসদরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। সর্বশেষ বিষয়টি নিয়ে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামানের কর্মী-সমর্থকরা পৌরসদরের জিরো পয়েন্ট এলাকায় গণসংযোগ-লিফলেট বিতরণ ও নৌকার মিছিল করছিল।

একই সময়ে কয়রা থেকে স্বতন্ত্র প্রার্থী ও খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলমের কর্মী সমর্থকরা মোটরসাইকেলে পৌরসদরের বাজার প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে পৌঁছে। এ সময় উভয়পক্ষ মুখোমুখি হলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

যদিও খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আল আমিন, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বর্ডার গার্ড ও ব্যাটেলিয়ান আনসার স্টাইকিং ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যথাযথ ভূমিকা পালন করেছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রাজনীতি,উত্তেজনা,পুলিশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close