• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

মুখে কাপড় বেঁধে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৯
নিজস্ব প্রতিবেদক

সভা-সমাবেশের ওপর সংবিধানবিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

এসময় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ বলেন, সারা দেশে আমাদের শান্তি সমাবেশের ওপর হামলা হচ্ছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে ভোটের আগে এবং পরে ১৩ দিন সেনা মোতায়ন থাকবে। একটা দেশে জরুরি অবস্থা ছাড়া এতদিন সেনা মোতায়ন থাকার কথা না। আগামী ৭ তারিখের মধ্যে যদি নির্বাচন স্থগিত না করা হয়, সরকার যদি পদত্যাগ না করে, যদি রাজনৈতিক সমঝোতার পরিস্থিতি তৈরি না হয়, তাহলে আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে

সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশ একটি তামাশা নির্বাচন হতে যাচ্ছে। এ সরকার জনগণের কথা বলার স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা কেড়ে নিয়েছে।

তিনি বলেন, আগুনের কোনো ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত না করে বিরোধী দলীয় নেতাকর্মীদের দোষী সাব্যস্ত করা মানে হচ্ছে বিচার বিভাগ একদলীয়করণ। বিচার বিভাগ এখন প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের ভূ-রাজনীতি নিয়ে সাম্রাজ্যবাদী, কর্তৃত্ববাদী দেশগুলা নানান খেলা খেলছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিক্ষোভ,বাম গণতান্ত্রিক জোট,মুখ,কাপড়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close