• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

ভাগাভাগির নির্বাচনে আওয়ামী লীগ খানখান হয়ে যাবে: খোকন

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০২৩, ১৯:১৭
পূর্বপশ্চিম ডেস্ক

আওয়ামী লীগ দেউলিয়া বলেই আসন ভাগাভাগির নির্বাচন করছে’- এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, ‘ভাগাভাগির নির্বাচনে আওয়ামী লীগ খান খান হয়ে যাবে। তারা নিজেরা নিজেরা ভাগাভাগি করে নির্বাচন খেলা করবে, মারামারি করে শেষ হয়ে যাবে। এসব করে কোনো লাভ হবে না, সরকার পার পাবে না।’

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিজয় দিবস উপলক্ষ্যে রেজা কিবরিয়ার গণঅধিকার পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

ব্যারিস্টার খোকন বলেন, ‘জনসমর্থন না থাকায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মুখোমুখি হতে চায় না। ১৫ বছর এভাবে নির্বাচন প্রক্রিয়াকে তারা ধ্বংস করে একতরফা সাজানো নির্বাচন করেছে। এবার তারা একতরফা ভাগাভাগির নির্বাচনের পথে হাঁটছে। প্রতিদিন গণমাধ্যমে ভাগ-বাটোয়ারার খবর প্রকাশ হচ্ছে। কতটা দেউলিয়া হলে আওয়ামী লীগের মতো একটি প্রাচীন রাজনৈতিক দল আজকে এই ধরনের ভাগাভাগি নির্বাচনের নীলনকশা ধরে এগোচ্ছে।’

‘কৌশল করে টিকে থাকা যাবে না’ মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, ‘যত কৌশল করুক না কেন, আওয়ামী লীগ সরকারকে চলে যেতে হবে। এই আন্দোলন জনগণের আন্দোলন। বিএনপি, গণঅধিকার পরিষদ কিংবা কোনো রাজনৈতিক দলের একক আন্দোলন নয়। এটা ভোটাধিকার ফিরে পাবার আন্দোলন।’

তিনি বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো উৎসাহ নেই। এই নির্বাচন করে তারা শেষ রক্ষা পাবেন না। জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো স্বৈরাচারই টিকতে পারেনি, শেখ হাসিনাও টিকতে পারবেন না।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, গণফোরাম নেতা অ্যাডভোকেট মহসিন রশিদ প্রমুখ।

নির্বাচনে,আওয়ামী লীগ,বিএনপি,খোকন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close