• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপি নেতা ডা. জিয়াউল, কুশপুত্তলিকা দাহ

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০২৩, ১০:১৮ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২১:১৮
নিউজ ডেস্ক

বিতর্ক তৈরি করতেই যিনি পছন্দ করেন, তিনি ডা. জিয়াউল হক মোল্লা। বিএনপি থেকে চার বার নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য। ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য।

এরপরও এক-এগারোর সময় যোগ দিয়েছিলেন সংস্কারপন্থীদের দলে তিনি। অতীতের ভুল স্বীকার করে পরে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার কাছে আবেদন করে মূলধারায় ফিরেন। এরপরও বিতর্ক থেমে থাকেনি।

এবার তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। দলে সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত সাবেক এই সংসদ সদস্য ইতোমধ্যে মনোনয়নপত্র জমাও দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পরই এলাকায় ফের সমালোচনার জন্য দেন ডা. মোল্লা। ক্ষোভে বিক্ষুব্ধ মানুষ বুধবার সন্ধ্যায় ডা. জিয়াউল হক মোল্লার কুশপুত্তলিকা দাহ করেছেন।

পরে তাকে কাহালু-নন্দীগ্রাম এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close