• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নির্বাচন কমিশনের সমালোচনায় রিজভী

নির্বাচন কমিশনের স্বতন্ত্র সত্তা স্বাধীনতা বলতে কিছু নেই

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০২৩, ০০:৫৫
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশনের স্বতন্ত্র সত্তা স্বাধীনতা বলতে কিছু নেই। তারা আবার অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। চাপে পড়ে তারা নির্বাচনের সিডিউল ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, এতো মানুষ যারা দীর্ঘদিন ধরে গণতন্ত্র বঞ্চিত ভোটাধিকার থেকে বঞ্চিত তাদের দাবি উপেক্ষা করে কী করে এক তরফা নির্বাচনের সিডিউল ঘোষণা করলেন? এ তফসিল ঘোষণার জন্য কী আপনি কোনোভাবেই বিবেকের চাপ অনুভব করেননি? মানুষ আপনাদের ধিক্কার জানাচ্ছে এ তফসিল ঘোষণা করার জন্য। মানুষ অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এ তফসিলকে।

তিনি বলেন, দেশে যে গণতন্ত্র নেই সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা যে লড়াই-সংগ্রাম করছি এ সংগ্রামের মূল লক্ষ্যই হচ্ছে এ দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে জনগণের হাতে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের আন্দোলনের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের মোট গ্রেফতার করা হয়েছে ৪৯০ জনের অধীক নেতাকর্মীকে। মোট মামলা হয়েছে ১২টি মোট আসামি করা হয়েছে ১৩৭০ জনেরও অধীক নেতাকর্মীকে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নির্বাচন কমিশন,সমালোচনা,স্বাধীনতা,স্বতন্ত্র,সত্তা,রুহুল কবির রিজভী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close