• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভোর থেকে ফের শুরু ৪৮ ঘণ্টার অবরোধ

প্রকাশ:  ১২ নভেম্বর ২০২৩, ০০:৩৭
পূর্বপশ্চিম ডেস্ক

সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোট এবং জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টার ফের অবরোধ শুরু হচ্ছে রোববার (১২ নভেম্বর) থেকে।

ভোর ৬টা থেকে চতুর্থ দফার এ অবরোধ চলবে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত। দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ ও রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবেন তারা।

বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনে যুক্ত সমমনা রাজনৈতিক দল এবং জামায়াতে ইসলামী একই কর্মসূচি পালন করবে।

চতুর্থ দফার এই কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এর আগে টানা দুই দিনের অবরোধ কর্মসূচি পালনের পর ৯ নভেম্বর ফের টানা ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি দেন তিনি। বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফায় ফের ৪৮ ঘণ্টার এই অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

তৃতীয় দফা অবরোধ শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে দলটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়। বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোও এ অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

অবরোধ,ভোর,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close