• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খালেদা জিয়ার মুক্তি চাওয়া আ'লীগ নেতাকে বহিস্কারের সুপারিশ

প্রকাশ:  ১২ অক্টোবর ২০২৩, ২৩:০৬
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়ার উম্মুক্ত আবেদন জানানো আবদুল মোতালেব হাওলাদারকে এবার বহিস্কারের সুপারিশ করলো জেলা আওয়ামীলীগ।

গত ৩০সেপ্টেম্বর বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার তাঁর নিজের ফেসবুক ওয়ালে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর উম্মুক্ত আবেদন করে একটি স্ট্যাটাস দেন। মুহুর্তেই ওই স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। তাঁর ওই স্টাটাস নিয়ে বিরুপ প্রতিক্রিয়া দেখায় আওয়ামীলীগ নেতা কর্মীরা। পরে অবশ্য ওই স্ট্যাটাসটি মুছে দেন তিনি।

এ ঘটনায় আবদুল মোতালেব হাওলাদারকে বহিস্কার করার জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে সুপারিশ পাঠায়িছে পটুয়াখালী জেলা আওয়ামীলীগ।

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বাউফল উপজেলা আবদুল মোতালেব হাওলাদারের বহিষ্কার করার সুপারিশের খবরটির সত্যতা স্বীকার করলেও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজনীতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close