• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সরকারের বিদায়ের ধ্বনি বাজতে শুরু করেছে: সালাম

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৪
নিজস্ব প্রতিবেদক

সরকারের বিদায়ের ধ্বনি বাজতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা আব্দুস সালাম।

তিনি বলেন, এই ধ্বনি ইতিমধ্যে সচিবালয়, গণভবনে পৌঁছে গেছে। তাই লুটেরা তাদের লুন্ঠিত অর্থ নিরাপদ রাখতে ব্যস্ত হয়ে পড়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ ও ১ দফা আদায়ের লক্ষ্যে আগামী ২৯ সেপ্টেম্বর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ সফল করার লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে আব্দুস সালাম এসব কথা বলেন।

তিনি বলেন, ভাবছেন দেশের টাকা, জনগণের টাকা লুট করে পালাবেন? সুযোগ নেই। দেশের জনগণতো আপনাদের আগেই প্রত্যাখান করেছে, এখন বিদেশিরা এই ভোট চোর এবং দূর্নীতিবাজদের ঠাঁই দিবে না বলে জানিয়ে দিয়েছেন। এখন কই যাবেন? কোথায় পালাবেন? চারিদিকে আপনাদের অন্ধকার। এখনো সময় আছে খালেদা জিয়াকে মুক্তি দেন, ক্ষমতা থেকে বিদায় নিয়ে বন্দী গণতন্ত্রকে মুক্তি দেন। তাহলে হয়ত লুণ্ঠিত অর্থ ফেরত না পেলেও জনতার রোষ থেকে বেঁচে যাবেন।

এসময় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রুমা আক্তার, সদস্য সচিব শাহিনুর নার্গিস যুগ্ম আহবায়ক হোসনে আরা লিজা, হাসিনা বেগম হাসি, রাজিয়া সুলতানা শিউলীসহ মহানগর ও বিভিন্ন থানার মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ধ্বনি,সরকার,বিদায়,বিএনপি,আব্দুস সালাম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close