• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র যুব সমাজ মানবে না: পরশ

প্রকাশ:  ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৮
রাজশাহী প্রতিনিধি

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র যুব সমাজ মেনে নেবে না। এদেশে নির্বাচন বাঞ্চালের কোনো সুযোগ নাই।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নগরীর পাঠান পাড়া শিমুল তলা মোড়ে সকাল ১০টায় রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের সম্মেলন উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

শেখ ফজলে শামস পরশ বলেন, যদি কেউ অসাংবিধানিক সরকার বাসানোর স্বপ্ন দেখেন তবে সেটি দিবা স্বপ্ন ছাড়া কিছু না। শেখ হাসিনার কর্মীরা প্রতিযোগিতাকে ভয় পায় না। শটকাটে ক্ষমতায় যাবার পথ শেখ হাসিনা খোঁজে না।

তিনি বলেন, যারা ৬৪ জেলায় বোমা হামলা করেছে, মানুষের কণ্ঠরোধ করেছে, আদালত চত্বরে হামলা করেছে তারা আমাদের বলে অত্যাচারী। এটা হাস্যকর বিষয়। তারা আমাদের বিব্রত করার চেষ্টা করে যাচ্ছে। আগামী নির্বাচনেও আমরা বিএনপির কাছে পরাজিত হবো না। ভূমি খেকো, দুর্নীতিবাজ নেতার দরকার নেই।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী সিটি করপোরেশন মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খাইরুজ্জামান লিটন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম ঠান্ডুসহ রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রাজশাহী,শেখ ফজলে শামস পরশ,যুবলীগ,ষড়যন্ত্র,নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close