• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভিসানীতি প্রয়োগ মেয়েকে মেরে বউকে দেখানোর সামিল: মেনন

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৫
নাটোর প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ মেয়েকে মেরে বউকে দেখানোর সামিলবলে মন্তব করেছেন ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় মার্কিনীরা ভিসানীতি প্রয়োগ করেছে। এ নীতি প্রয়োগ মেয়েকে মেরে বউকে দেখানোর সামিল। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়ে ইন্দো প্যাসিফিক নীতি মেনে বঙ্গোপসাগরে অবস্থান নিশ্চিত করে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোরের লালপুরে কমরেড আব্দুস সালামের স্মরণসভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন।

তিনি বলেন, এ দেশের মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়েও ভয় দেখানো যায়নি। মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে। এবারও কারো হুকুম জারিতে নয় দেশের জনগণ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।

ওয়ার্কার্স পাটির সভাপতি বলেন, আখ চাষিদের মৌলিক অধিকারে মিল কর্তৃপক্ষ ও প্রশাসন কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। আখ বিক্রির বকেয়া দ্রুত ফিরিয়ে দিতে হবে। চিনিকলকে আধুনিকীকরণ ও বহুমুখী করণের মাধ্যমে কেরু অ্যান্ড কোং এর মতো লাভজনক হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নাটোর,রাশেদ খান মেনন,ওয়ার্কার্স পাটি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close