• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

‌‘নির্বাচনের পরিবেশ না থাকায় পর্যবেক্ষক পাঠাবে না ইইউ’

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৮
নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের পরিবেশ না থাকায় ইইউ পর্যবেক্ষক পাঠাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি ঘোষিত সিলেটে তারুণ্যের রোডমার্চে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশ বলেছে তারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। কারণ বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই।

তিনি বলেন, নিরপেক্ষ সরকার ব্যতীত এখানে কোনো নির্বাচন হবে না। এটা তো বিদেশিরা সরাসরি বলতে পারে না। বিভিন্ন কথাবার্তার মাধ্যমে, তাদের পার্লামেন্টে রেজ্যুলেশনের মাধ্যমে, তাদের লোকজন এখানে এসে যে রিপোর্ট দেয় তার মাধ্যমে বিভিন্ন বিধিনিষেধ দিয়ে তারা এ কথা বলছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশের মানুষ রাস্তায় নেমেছে। বিএনপি একা নামেনি। এখন তারা রাস্তা ট্রাক-বাস দিয়ে বন্ধ করে দিয়েছে। গায়েবি মামলা দিয়ে এসব বন্ধ করা যাবে না। মানুষ তাদের দেশের মালিকানা নিয়ে দেশে ফিরবেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আমীর খসরু মাহমুদ চৌধুরী,বিএনপি,পর্যবেক্ষক,ইইউ,নির্বাচন,পরিবেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close