• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি চরমোনাই পীরের

প্রকাশ:  ১৭ জুন ২০২৩, ০৯:০৬
বরিশাল প্রতিনিধি

সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শুক্রবার (১৬ জুন) বিকেল ৩টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশে তিনি এ জানান।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, নির্বাচন কমিশন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পরিবর্তনে নির্বাচন কমিশনের ভূমিকা মুখ্য। কিন্তু বর্তমান সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে বারবার একটি নিরপেক্ষ জায়গায় পক্ষপাতদুষ্ট কমিশন নিয়োগ দিচ্ছেন। যারা ইনিয়েবিনিয়ে জাতিকে ধোকা দিয়ে বারবার প্রহসনের নির্বাচনের আয়োজন করে চলছে।

তিনি আরো বলেন, বর্তমান কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন অতীতের সব নির্লিপ্ততা পেছনে ফেলে মানসিক বিকারগ্রস্ত হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমেদ কাওছারের সভাপতিত্বে ও মহানগর শাখার সেক্রেটারি মাওলানা জাকারিয়া হামিদীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ওবাইদুর রহমান মাহবুব।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বরিশাল,চরমোনাই পীর,দাবি,নির্বাচন,জাতীয়,সরকার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close