• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সৈয়দপুর বিমানবন্দরে জি এম কাদের

নির্বাচন সুষ্ঠু হলে আ. লীগের অনেক প্রার্থী জামানত হারাবেন

প্রকাশ:  ২৯ মে ২০২৩, ২৩:৫৭
নীলফামারী প্রতিনিধি

আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে আওয়ামী লীগের অনেক প্রার্থী জামানত হারাবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মুহাম্মদ কাদের।

সোমবার (২৯ মে) বিকেলে জেলার সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে অবস্থা বুঝে ব্যবস্থা নিবো। প্রয়োজনে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে। আবার দেশ, জনগণ ও পার্টির স্বার্থে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। যদি জোট করি, তাহলে অবশ্যই বড় দলের সঙ্গেই যাবো। যাতে মানুষের জন্য কাজ করতে পারি।

আওয়ামী লীগ আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দেশে দ্রব্যমূল্যের লাগাম না থাকায় খেটে খাওয়া মানুষ বাজারে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। উন্নয়নের নামে সরকার দলীয় এমপিরা ঢাক ঢোল পিটিয়েও সাধারণ মানুষের মন জয় করতে পারছেন না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সৈয়দপুর বিমানবন্দর,জি এম কাদের,নীলফামারী,নির্বাচন,জাতীয় পার্টি,প্রার্থী,জামানত,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close