• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

একনায়কতন্ত্র চালু করতে গিয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে: জি এম কাদের

প্রকাশ:  ২৭ মে ২০২৩, ২৩:১৪
রংপুর প্রতিনিধি

দেশে একনায়কতন্ত্র চালু করতে গিয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

শনিবার (২৭ মে) বিকেলে রংপুর সদর উপজেলার পাগলাপীরে সদর উপজেলা জাতীয় পার্টির কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, এ নিষেধাজ্ঞা হলো আমার এখানে আমি ঢুকতে দেব না। যুক্তরাষ্ট্র ঢুকতে না দিলে হয়তো কানাডাও ঢুকতে দেবে না। ইউরোপীয় অন্য দেশগুলোও ঢুকতে দেবে না, এমনকি ব্রিটিশরাও ঢুকতে দেবে না।

তিনি বলেন, যখন দলের নিয়ন্ত্রণ থাকে সরকারের ওপর, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর, নির্বাচন কমিশনের ওপর, অন্য প্রতিষ্ঠানের ওপর, দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের ওপর, তখন সেটাকে আর বহুদলীয় গণতন্ত্র বলা যায় না। সেটা তখন হয়ে যায় বাকশাল। আপনাদের বাকশালীয় কথা যাদের মনে আছে, চিন্তা করে দেখেন তারা কী ছিলো।

এর আগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাতীয় পার্টি সদর উপজেলার আহ্বায়ক মাসুদ নবী মুন্নার নাম ঘোষণা করেন জিএম কাদের।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রংপুর,জি এম কাদের,নিষেধাজ্ঞা,যুক্তরাষ্ট্র,একনায়কতন্ত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close